বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১১ নভেম্বর ২০১৪, ৮:০৯ অপরাহ্ন
শেয়ার

সিউলে বাংলাদেশী রেস্টুরেন্ট জাফরানের উদ্বোধন


zafran 1রবিবার সিউলে বাংলাদেশী অভিজাত রেস্টুরেন্ট ‘জাফরান’ উদ্বোধন করেছেন সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবীর। উদ্বোধনের সময় ব্রুনেই রাষ্ট্রদূত দাতুক হারুন, কেবি ব্যাংকের ম্যানেজার উওন ছোং মোক, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর খন্দকার মাসুদুল ইসলাম, প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, ব্যবসায়ী এম এন ইসলাম, ছোটন আহমেদ, মনির হোছাইন, ডঃ মনোয়ার হোছাইন, ডঃ জালাল আহমেদ, ডঃ হিজবুল আলম, আনিয়াং মসজিদের ইমাম আব্দুর রহমান, মুরাদ হোছাইন আমির, মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ আল আমিন, শিমুল হাসান এক্সেল,  হাবিল উদ্দিন, মিন সং কিম সুইট, পার্ক মিলন, আব্দুর রহিম, আব্দুল খালেক, ফাইজ আহমেদ মুসলিম, তাজুল ইসলাম, তাবলীগ জামাতের আমীর মোহাম্মদ ইলিয়া্‌স, সরওয়ার কামালসহ বাংলাদেশী, কোরিয়ানসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্টানের পর প্রায় সাড়ে চারশ অতিথির মাঁসা খাবার পরিবেশন করা হয়।

সিউলের প্রাণকেন্দ্র ইথেউওনে রেস্টুরেন্টটি প্রবাসী ও ভোজন প্রিয় বিদেশীসহ কোরিয়ানদের মাঝে বাংলাদেশী, ইন্ডিয়ান এবং এরাবিক স্বাদের খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন জাফরানের সিইও আবুবকর সিদ্দিক রানা। তিনি জানান ‘বুফেতে একই সাথে বাংলাদেশী এবং এরাবিক খাবারের ব্যবস্থা রয়েছে’। তিনি সকলের কাছে রেস্টুরেন্টটির সফলতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ‘জাফরান’ রেস্টুরেন্ট সিউলের ইথেউওনে অবস্থিত খ্যাতনামা ট্রাভেলস প্রাইম ট্রাভেলসের একটি পার্টনার প্রতিষ্টান।