Search
Close this search box.
Search
Close this search box.

সাঈদী এবার মালি

saydeeমানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। কারাগারের অন্যান্য কারাবন্দির মতো কাজ পেয়েছেন সাঈদী। সম্প্রতি তাকে বাগানের মালি হিসেবে নিয়োগ দিয়েছে কারা কর্তৃপক্ষ।

গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর কারাধ্যক্ষ (জেলার) আমজাদ হোসেন ডন জানান, মানবতাবিরোধী অপরাধে বন্দি দেলাওয়ার হোসাইন সাঈদী শারিরীক অসুস্থ। এই বিবেচনায় তাকে মালির কাজ দেওয়া হয়েছে।

chardike-ad

তিনি আরও বলেন, পিঠে ব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়। এজন্য মালির দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলেও তাকে চাপ দেওয়া হচ্ছে না।

অসুস্থ সাঈদী কারাকক্ষে শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান কারাধ্যক্ষ আমজাদ হোসেন ডন।

যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।