Search
Close this search box.
Search
Close this search box.

ইউজারদের সতর্ক করবে ফেসবুকের এআই

facebook

ব্যবহারকারীদের সহায়তায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার তৈরির লক্ষ্যে এক বছর ধরে গবেষণা চালাচ্ছে ফেসবুক।

chardike-ad

এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, এ লক্ষ্যে পৃথিবীর বৃহত্তম এআই ল্যাব তৈরি করবে এ সোশ্যল মিডিয়া জায়ান্ট ।

ফেসবুকের এআই ল্যাবের প্রধান ইয়ান লেকুন জানান, শুরুতে নিউজ ফিডের র‍্যাংকিং করা, কোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শিত হবে তা নির্ধারণ করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে বর্তমানে এটি ইউজারদের কনটেন্ট সম্পর্কে সতর্কতা দেওয়ার মতো করে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।

লেকুন আরও জানান, নতুন পরিসরে ফেসবুকের আর্টিফিসাল ইন্টেলিজেন্স ল্যাব হবে পৃথিবীর বৃহত্তম।

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তর, নিউ ইয়র্ক ও লন্ডনকে ভিত্তি ধরে এ ল্যাব গড়ে তোলা হবে, যা সারা পৃথিবীতে নজরদারি করতে পারবে।

ফেসবুকের এআই ল্যাবের প্রধান জানান, এআই সফটওয়্যার বিব্রতকর পোস্ট সম্পর্কে ইউজারদের সতর্কতা প্রদানের পাশাপাশি বন্ধুদের সাথে মিথস্ক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। এছাড়া এটি ফেসবুকে যাই আপলোড করার হোক না কেন সে সম্পর্কে খোঁজ-খবর রাখবে।

এ সম্পর্কে তিনি বলেন, আপনার একটি মেশির দরকার যা কনটেন্ট, অন্য ব্যবহারকারীদের বুঝবে এবং এ সম্পর্কিত সব তথ্য সংরক্ষণ করবে। এটাই এআই’র কাজ।