ব্যবহারকারীদের বছরের সেরা পোস্টগুলো তুলে ধরতে ‘ইয়ার ইন রিভিউ’ চালু করেছিল ফেইসবুক। এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ২০১৪ সালের প্রতিটি মাসের সেরা পোস্ট, ছবি ও মন্তব্য জানার সুযোগ পেয়েছেন। বন্ধুদের সঙ্গে বিনিময়ও করেছেন নিজেদের ভালো লাগার কিছু মুহূর্ত। কিন্তু সবার ক্ষেত্রে এমনটি ঘটেনি। অনেকেই এ বছর প্রিয়জন হারিয়েছেন। তাঁদের সঙ্গে থাকা ছবি বা পোস্টগুলোও নতুন করে সামনে নিয়ে এসেছে ‘ইয়ার ইন রিভিউ’। আর তাই দুঃখও পেয়েছেন অনেকে।
ওয়েব ডিজাইন পরামর্শক এরিক মেয়ারের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। তাঁর ইয়ার ইন রিভিউ তৈরি করা হয়েছে মৃত মেয়ের ছবিকে প্রাধান্য দিয়ে। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় এরিকের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন ফেইসবুকের ‘ইয়ার ইন রিভিউ’ বিভাগের পণ্য ব্যবস্থাপক জোনাথান ঘিলার।
* টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল