Search
Close this search box.
Search
Close this search box.

রেমিটেন্স বেড়েছে ১০ শতাংশ

bangladesh-bankচলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। আর গত বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে আগের মাস নভেম্বরের তুলনায় ৬ দশমিক ৩৫ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

chardike-ad

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) মোট রেমিটেন্স এসেছিল ৬৭৭ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। আর ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছে ৭৪৭ কোটি ২ লাখ মার্কিন ডলার। অর্থাৎ রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ।

এদিকে গত ডিসেম্বর মাসে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে মোট রেমিটেন্স এসেছে ১২৫ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে রেমিটেন্স বেশি এসেছে ৭ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। শতকরা হিসাবে যার পরিমাণ ৬ দশমিক ৩৫ শতাংশ।

রেমিটেন্স বেশি আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, উন্নয়নশীল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো রেমিটেন্স বা প্রবাসী আয়। রেমিটেন্স প্রবাহ বাড়লে দেশে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি দারিদ্রের হার কমাতে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তারা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন ৪ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ৩৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ৪টি ব্যাংকের মধ্যে একমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমেই রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। ব্যাংকটির মাধ্যমে ১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে তারা।৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৮৫ কোটি মার্কিন ডলার এবং বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।

প্রবাসীদের কাছ থেকে আসা ব্যাংক ব্যবস্থায় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার এবং চতুর্থ অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে মোট রেমিটেন্স এসেছিল ১ হাজার ৪২২ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।