Search
Close this search box.
Search
Close this search box.

‘গ্রেফতার হতে পারেন খালেদা জিয়া’

khaleda-zia

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হত্যা মামলায় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

chardike-ad

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

৫ জানুয়ারি সমাবেশের নামে খালেদা জিয়াকে জঙ্গিবাজি, বোমাবাজি, সহিংস কর্মকাণ্ডের উস্কানিদাতা হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘শাহজাহানপুরে পাইপে শিশু মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিতে অগ্নিকাণ্ডে একই পরিবারের অগ্নিদগ্ধ তিনজনের প্রাণহানির ঘটনার উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হতে পারেন।’

তাহলে কি খালেদা জিয়া গ্রেফতার হবেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘হ্যাঁ, হতেও পারেন। মামলার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।’

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘দেশ ও জনগণকে বলি দেওয়ায় বিএনপি-জামায়াতের ভুল রাজনীতি-সন্ত্রাস, সহিংসতা, নাশকতা, অন্তর্ঘাত, অশান্তির রাজনীতিকে সরকার প্রশ্রয় দেবে না, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

অবরোধ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের এক বছরের মাথায় কীভাবে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছিল। বিএনপি-জামায়াত ঢাকায় ব্যাপক গোলোযোগ করে। সরকারের পতন হয়ে যাবে বলে ধরে নিয়েছিল। ৫ জানুয়ারির আগে শুধু গুজব ছড়িয়েই ক্ষান্ত হয়নি, ব্যাপক সন্ত্রাস, অন্তর্ঘাত, নাশকতার প্রস্ততি গ্রহণ করে। প্রকাশ্যে অশান্তির উস্কানি দেওয়া হতে থাকে।’

মন্ত্রী বলেন, ‘দুদিন আগে থেকেই বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগ করা শুরু হয়। এভাবে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করা গণতান্ত্রিক অধিকার নয়। রাজনৈতিক কর্মসূচির নামে দেশের শান্তিপ্রিয় মানুষকে অশান্তির পথে ঠেলে দিবে এরূপ উস্কানিদাতাকে আমরা ছাড় দেব না।’

হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন, ‘সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনার আন্তরিকতার সামান্যতম সম্মান না দেখিয়ে বিএনপি সহিংস রাজনীতির পথে দেশকে সংকটে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতামূলক, ভোটারের কম অংশগ্রহণ হয়েছে, এটা সত্য। এ জন্য সরকার, নির্বাচন কমিশন, ১৪ দল বা মহাজোট দায়ী নয়। বিএনপি-জামায়াত-হেফাজত জোটের নির্বাচন বর্জন, নির্বাচন বানচাল করার অপচেষ্টাই দায়ী।’

বেগম খালেদা জিয়ার সাত দফা দাবির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাত দফায় অতীতের ভুল স্বীকার করেননি, অতীতের ভুল রাজনীতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাননি। বরং জ্ঞানপাপীর মতোই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের সঙ্গে দোস্তির রাজনীতি ত্যাগের কোনো কথা বলেননি। বরং আলোচনার নামে তার যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদের রাজনীতিকে হালাল করার ফাঁদ পেতেছেন।’