Search
Close this search box.
Search
Close this search box.

অবরোধ চলবে : খালেদা জিয়া

khaleda

চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চলবে।

chardike-ad

সোমবার রাত ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, চলমান সংকট রাজনৈতিক সংকট। এই সংকট সরকারকেই সমাধান করতে হবে। চলমান আন্দোলন সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বেগম জিয়া বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় লোকেরা সহিংসতা করে বিএনপির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। হত্যার উদ্দেশ্যে রিয়াজ রহমানের উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অবরোধ কর্মসূচি দিতে সরকার ২০ দলীয় জোটকে বাধ্য করছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন সফলতা না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবেই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, সারওয়ারী রহমান ও ড. আর এ গনি প্রমূখ। এর আগে তিনি স্থায়ী কমিটির এসব সদস্যদের সাথে বৈঠক করেন।