Search
Close this search box.
Search
Close this search box.

কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৩৬

lamchবঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে খুদিয়ার টেক পয়েন্টে সাগরপথে অবৈধভাবে যাওয়ার সময় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন নানাভাবে ৩৬ জনকে উদ্ধার করেছে।

chardike-ad

কোস্ট গার্ডের সাব লে. এম এ হাশেম উদ্ধার অভিযানের সত্যতা রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শতাধিক যাত্রী নিয়ে এ ট্রলারটি ডুবে গেছে বলে তারা জেনেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আংসাই থোই রাইজিংবিডিকে জানান, নানাভাবে ৩৬ জন যাত্রী উদ্ধার হয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে রওনা হন। বৃহস্পতিবার সকালের দিকে এসে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কোস্ট গার্ডের উদ্ধার যান তানভীর উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে।