Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে বেকার তরুণ বাড়ছে

সিউলের তরুণ প্রজন্মে বেকারত্বের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। নব্বই দশকের শেষভাগের অর্থনৈতিক মন্দার পর এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।

সম্প্রতি সিউল নগর সরকার কর্তৃক প্রকাশিত এক তথ্য বিবরণী অনুসারে, গত বছর কোরিয়ার রাজধানী শহরটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছিল ২ লক্ষ ৪১ হাজার যা বিগত বছরের তুলনায় ১৪.৮ শতাংশ বেশী। ২০০০ সালে এ ধরণের সমীক্ষা শুরু হওয়ার পর এটাই সিউলে বেকারত্বের সবচেয়ে বড় অংক।

chardike-ad

এদের মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যাই ১ লাখ যা ২০১২ সালের (৮৩ হাজার) তুলনায় ২০.৫ শতাংশ বেশী এবং মোট কর্মক্ষম নগরবাসীর ১০.৩ শতাংশ।

তরুণ প্রজন্মের কর্মসংস্থানে এমন মন্দা দশার বিপরীতে কর্মজীবীর সংখ্যা বাড়ছে ৫৫ বছরের বেশী বয়সীদের মাঝে। গেলো বছর এমন প্রবীণদের কর্মসংস্থানের হার ছিল ৪৬.৪ শতাংশ যেখানে নবীনরা চাকুরী পেয়েছে প্রতি ১০০ জনে ৪৩.৭ জন।