Search
Close this search box.
Search
Close this search box.

সীমান্তে ফের ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

bsf-1ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ৩৭৮ পিলার এলাকার ওপারে ভারতের ভেতরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: সাদেকুল ইসলাম (২৮), আলম হোসেন (২৩), জমির উদ্দিন (১৭)। তাদের সকলের বাড়ি বালিয়াডাঙ্গির ৪নং কোলনি এলাকায়।

chardike-ad

এদিকে, আটক ৩ জনকে ফেরত চেয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ওরা তিনজন কাজের সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে। ঠাকুরগাঁওয়ের নাগরভিটা সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক হয়।