Search
Close this search box.
Search
Close this search box.

‘আদালতের নির্দেশনা পেলেই খালেদাকে গ্রেফতার’

kamalস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা পেলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে।

রোববার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

chardike-ad

খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সম্মতি-সম্পর্কিত সংবাদমাধ্যমের খবর প্রসঙ্গ উল্লেখ করে গ্রেফতারের সময় জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রেফতারের কথা আসছে কেন? গ্রেফতার তো বিচারিক আদালত যখন বলবে তখন করা হবে। এখন এই প্রশ্ন আসছে না।’

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। সুপ্রিম কোর্টের নিরাপত্তা উন্নয়ন করতে বলেছেন। সেটা আমরা দেখব।’

নতুন আইন করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন কোনো আইনের প্রয়োজন নেই। সন্ত্রাসবিরোধী একটা আইন আছে ২০০৯ সালের।’

সন্ত্রাসবিরোধী এই আইন প্রয়োগ হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সেই আইন প্রয়োগ করব। আমরা যেকোনো মূল্যে সন্ত্রাস দমন করব। সেখানে যে আইন হয়, সেই আইন দিয়ে বিচার করব।’

বন্দুকযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধ শুধু আমাদের বাংলাদেশে হয় না, সারা পৃথিবীতে হচ্ছে। যেখানেই সন্ত্রাস হচ্ছে, আপনি দেখছেন, ফ্রান্সে চারজন মেরে ফেলেছে। আপনি দেখছেন, আমেরিকায় হাত না তুললেই গুলি করে মেরে ফেলে। কাজেই যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ যেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, সেখানেই বন্দুকযুদ্ধ হয়।’