Search
Close this search box.
Search
Close this search box.

হরতাল বাড়ল ৪৮ ঘণ্টা

hortalঅনির্দিষ্টকালের অবরোধের পাশপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে। চলমান হরতালের সঙ্গে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে। এর আগে রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় জোটটি।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বর্ধিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

chardike-ad

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী দলীয় অসংখ্য নেতা-কর্মীকে গুলি করে হত্যা এবং পঙ্গু ও আহত করা, বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের দাবি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবি এবং এখনো পর্যন্ত অবৈধ সরকারের গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় এই হরতাল কর্মসূচি বাড়ানো হয়েছে।’

সালাহ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রয়েছে। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চূড়ান্ত অপব্যবহারের এমন জঘন্য নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গণতন্ত্রকামী মানুষের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী এখন খালেদা জিয়াকে বিভিন্ন কায়দায় হত্যার ষড়যন্ত্র করছেন।’

‘আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণ তাদের ব্যালটের অধিকার আদায় করবে’ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র, মৌলিক ও মানবাধিকার পুনঃরুদ্ধার করবেই। জাগ্রত জনতার গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’