Search
Close this search box.
Search
Close this search box.

২৬ বছর পর শহীদ মিনারে গিয়ে অপমানিত হলেন এরশাদ

ershad২৬ বছর পর শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিজ দলের এমপিদের কাছে অপমানিত হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর অপমানিতও হলেন নিজ দলের এমপিদের কাছেই।

শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।

chardike-ad

জানা গেছে, এরশাদ ফুল দিতে গেলে রওশনপন্থী হিসেবে পরিচিত দুই এমপি ফখরুল ইমাম ও সেলিম উদ্দিন এরশাদের ফুল নিয়ে যায়।

এমনকি তারা পার্টির চেয়ারম্যান এরশাদকে ওইখানে ধাক্কা মেরেছেন বলেও একটি সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির একনেতা এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা পরিকল্পিতভাবেই পার্টির চেয়ারম্যানকে অপমান করেছে। তাদেরকে এখন আর ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেয়ারম্যানকে অনুরোধ করবো।

এদিকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শনিবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে নিজ দলের রওশনপন্থী হিসেবে পরিচিত দুইজন সংসদ সদস্য অপমান করায় ক্ষোভে ফুঁসে উঠেছে এরশাদপন্থী নেতা ও এমপিরা।

রোববার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে ভাষা দিবসের আলোচনা সভায় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রকাশ্যে এ ক্ষোভ প্রকাশ করেন।

দুই এমপির নাম উল্লেখ না করে রেজাউল ইসলাম বলেন, এসব এমপিদেরকে জুতা মারা দরকার।

এ ঘটনায় এরশাদপন্থী হিসেবে পরিচিত সকল নেতাকর্মীই চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

দীর্ঘ দিন পর এরশাদ ও রওশনের দ্বন্দ্ব কিছুটা মিটে আসলেও শনিবারের শহীদ মিনারের ঘটনায় আবারো ক্ষুব্ধ হয়ে উঠছে এরশাদপন্থী এমপি ও নেতাকর্মীরা।

এ বিষয়ে কথা বলতে জাপার কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ হয়নি।