Search
Close this search box.
Search
Close this search box.

১ মিনিটেই কেটে যাবে সব সঙ্কট!

Press-Club

দেশের বর্তমান সঙ্কট নিরসনের বার্তা নিয়ে এবার এলো জেন্টলম্যান। এক মিনিটের সাক্ষাতেই সব সমস্যার সমাধান করে দেবেন তিনি।

chardike-ad

গায়ে সাদা কাপড় জড়িয়ে আর গলায় লাল-সবুজের জাতীয় পতাকা বেঁধে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে এভাবেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন ৪৮ বছর বয়সী জেন্টলম্যান খ্যাত হাজী মো. আবু তাহের।

তিনি বলেন, ‘আমি দুই বছর সৃষ্টিকর্তার সৃষ্টিতেই এক অশুভ শক্তির কবলে পড়েছি। আজকের রাজনৈতিক কর্মকাণ্ডের এ অবস্থা হবে, এটা আমি এক বছর দুই মাস পূর্বে থেকে জানি। নিরাপত্তার কারণেই এসব বলা হয়নি।’

সরকারের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে জেন্টলম্যান বলেন, ‘আমি দুই একজন মন্ত্রীকে আমার কিছু কথা সেয়ার করতে পারি। আমার এক মিনিটের সাক্ষাতে সৃষ্টিকর্তার শক্তিতে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক অস্থিরতা আল্লাহর রহমতে কেটে যাবে। আমার কথা কাজে মিল না থাকলে আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে বরণ করে নেবো। এমনকি গুলি পর্যন্ত করলে আমি তা দ্বিধা বোধ না করে মেনে নেবো।’

তিনি আরো বলেন, ‘সাক্ষাৎ না হলেও আমি যে কোনো উপায়ে অর্থাৎ জীবনের বিনিময়ে হলেও দেশের সঙ্কট দূর কারার চেষ্টা করবো। তাতে যদি আমার মৃত্যুও হয় কোনো দুঃখ নেই। কেননা আমার মনে হয়- দেশের স্বার্থে মানবজাতির কল্যাণে হয়তো সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন এই সাক্ষাতের জন্য।’

হতাশাব্যক্ত করে হাজী মো. আবু তাহের জেন্টলম্যান বলেন, ‘আমি আজ নিঃস্ব, আজ আমার পরিবার ধ্বংস হয়েছে। ছেলে-মেয়ের পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে আমার কথাগুলো নিয়ে বিবেক বিবেচনা করবেন।’

তবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে আমার আর কোনো উপায় নেই। যদি কোনো কারণে রাষ্ট্রের অবহেলায় আমার মৃত্যু হয় তাহলে রাষ্ট্র দায়ী থাকবে।’

উল্লেখ্য, এ মাসের শুরুতেই রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৪ ঘণ্টা গাছের উপর অবস্থান করেন ‘দার্শনিক’ জালাল উদ্দিন মজুমদার। অবশ্য ‘অভিনব’ এ প্রতিবাদ শেষে গাছ থেকে নামতেই আটক হন তিনি।