Search
Close this search box.
Search
Close this search box.

মহাশূন্যে কোরিয়ার নতুন উপগ্রহ

নতুন একটি বিজ্ঞান উপগ্রহ মহাশূন্যে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার উৎক্ষেপিত উপগ্রহটির বেতার বার্তায় নিশ্চিত হওয়া গেছে যে এটি সফলভাবেই কাঙ্ক্ষিত কক্ষপথে স্থাপিত হয়েছে।

রাশিয়ার ইয়াসনি ভূ-উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে কোমস্যাট-৩এ'র উড্ডয়নের দৃশ্য। ছবিঃ ইয়নহাপ।
রাশিয়ার ইয়াসনি ভূ-উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে কোমস্যাট-৩এ’র উড্ডয়নের দৃশ্য। ছবিঃ ইয়নহাপ।

কোরিয়া মাল্টিপারপাস স্যাটেলাইট-৩এ (কোমস্যাট-৩এ) নামের উপগ্রহটি বৃহস্পতিবার রাশিয়ার ইয়াসনি ভূ-উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপ করা হয়।

chardike-ad

উল্লেখ্য, ইতিপূর্বে দক্ষিণ কোরিয়া আরও তিনটি উপগ্রহ সফলভাবে মহাশূন্যে উৎক্ষেপ করতে সক্ষম হয়।

নতুন প্রেরিত এই উপগ্রহটি অধিক রেজ্যুলেশন ক্ষমতাসম্পন্ন লেন্সের সাহায্যে ০.৫ মিটারের অধিক ব্যাসের যে কোন বস্তুর পরিষ্কার ছবি পাঠাতে সক্ষম। পূর্বে পাঠানো কোমস্যাট-৫-এর সাথে যৌথভাবে এটি আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে চব্বিশ ঘন্টাই ভূপৃষ্ঠে নজরদারি করতে পারবে।

কোমস্যাট-৩এ উপগ্রহটি পৃথিবীর সমান্তরাল কক্ষপথে আগামী চার বছর দৈনিক ১৫ বার করে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।