Search
Close this search box.
Search
Close this search box.

পার্ক সরকারের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন জং

অনলাইন প্রতিবেদক, সিউল, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩:

পার্ক সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব নিলেন জং হুং উওন। গতকাল কোরিয়া ন্যাশনাল এসেম্বলীর প্ল্যানারী সেশনে ১৯৭-৬৭ ভোটে নতুন প্রধানমন্ত্রী জংয়ের বিল অনুমোদন পায়। প্রেসিডেন্ট পার্কের দল সেনুরি ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসন নিয়ে সংখ্যাগরিষ্ট দল হিসেবে বর্তমান এসেম্বলীর প্রতিনিধিত্ব করছে।

chardike-ad

৬৮ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী জং এই দায়িত্ব নেওয়ার আগে সরকারী প্রসিকিউটর হিসেবে প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেন।   প্রেসিডেন্ট পার্ক প্রথমে সাংবিধানিক আদালতের সাবেক প্রধান কিম ইয়োং জুনকে মনোনয়ন দিলেও ব্যাপক সমালোচনার মুখে জুন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

জং প্রেসিডেন্ট পার্কের অভিষেক অনুষ্টানে পার্ক সরকার কোরিয়ায় নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন “ এখন সময় এসেছে অর্থনৈতিক সুফলকে সকল জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার। সবাই একসাথে কাজ করলে এই নতুন যুগে আমরা অনেক কিছুই অর্জন করতে পারব”।