Search
Close this search box.
Search
Close this search box.

জানাজা ও কবরের জায়গা নির্ধারণ

kamruzzaman_pran

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের জানাজার নামাজ ও লাশ দাফনের স্থান তার ইচ্ছা অনুযায়ী ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে তার নিজের প্রতিষ্ঠিত কুমরী বাজিতখিলা এতিমখানার পাশে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেজন্য নির্ধারিত স্থানে বোরো লাগানো ধান ক্ষেতের কিছু অংশ কেটে পরিস্কার করা হয়েছে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে কামারুজ্জামানের পরিবারের লোকজন ওই ধান ক্ষেতের কিছু অংশ কেটে পরিস্কার করেন। তার ছেলে হাসান ইকবালের নির্দেশের পরই ওই জায়গাটি নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।

chardike-ad

এদিকে, কামারুজ্জামনের লাশ দাফনকে কেন্দ্র করে শেরপুরকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শেরপুরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা, বিশেষ করে তার গ্রামের বাড়ি বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে পুলিশ, বিজিবি ও র্যাবের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কামারুজ্জামানের নিজ গ্রাম কুমরী মুদিপাড়া এলাকা কয়েক দিন আগে থেকেই পুরুষশূন্য হয়ে গেছে।
সুত্রঃ ঢাকার নিউজ