Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে চালু হচ্ছে কম-দামী রেস্টুরেন্ট

অনলাইন প্রতিবেদক, ৪ মার্চ ২০১৩, সিউলঃ
নিম্ন আয়ের মানুষদের জন্য সমবায় উদ্যোগে হাফ-প্রাইস রেস্টুরেন্ট চালুর কথা ভাবছে সিউল মেট্রোপলিটন গভঃমেন্ট (এসএমজি)। সিউল সিটি মেয়র পার্ক উওন-সুনের প্রস্তাবটি নিয়ে কয়েকটি চেইন রেস্টুরেন্ট ও নিম্নবিত্ত অধ্যুষিত এলাকাসমূহের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আলোচনায় বসতে যাচ্ছে নগর সরকার।

তবে এ উদ্যোগ পারিবারিকভাবে চালিত ক্ষুদ্র ও মাঝারি রেস্তোরাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন অনেকে। ইন্টারনেট ব্যবহারকারীরদের পক্ষ থেকে ইতোমধ্যেই এ প্রস্তাবের ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। মেয়রের এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে কিম নামের একজন মন্তব্য করেছেন, “ব্যক্তি উদ্যোগে চালিত অনেক রেস্তোরাই এই মুহূর্তে প্রায় বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় অর্ধেক মূল্যে খাবার সরবরাহের এই সরকারি উদ্যোগ অনেককে পথে বসিয়ে দিতে পারে”। জবাবে পার্ক লিখেছেন, “যেহেতু রেস্তোরাগুলো সমবায় উদ্যোগে পরিচালিত হবে সেহেতু চালু থাকা দোকানগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ার কোন সম্ভাবনা নেই। তাছাড়া আমরা এমন আগ্রাসী কোন পরিকল্পনা করছি না যাতে করে ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন”।

chardike-ad