Search
Close this search box.
Search
Close this search box.

রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেয়ার কে?

Kamaruzzaman-Family

বারবার ফাঁসির আয়োজন করেও পিছিয়ে যাওয়ার সরকারের নাটক বলে দাবি করেছেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল।

chardike-ad

শনিবার বিকেলে কেন্দ্রীয় কারাগারের বাবার সঙ্গে শেষ দেখা করে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকরা কামারুজ্জামানের প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেয়ার কে? প্রাণ ভিক্ষা চাইবো আল্লাহর কাছে। মুনাফিকদের কাছে কেন চাইবো?’

ফাঁসি কার্যকর না করে সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কালক্ষেপণ করেছে বলে অভিযোগ করেন। এছাড়া গতকাল শুক্রবার দুই জন ম্যাজিস্ট্রেট কারাগারে গেলেও তারা তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেননি এবং এ ব্যাপারে তাকে কিছুই বলা হয়নি বলে জানান হাসান ইকবাল। সরকার মিথ্যা খবর প্রচার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বাবাকে কেমন দেখে এসেছেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বাবাকে হাসিমুখে বিদায় দিয়েছি। তার মনোবল দৃঢ় আছে। তিনি সুস্থ আছেন। ফাঁসি তিনি মোটেও বিচলিত নন।’

কামারুজ্জামানের শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে হাসান ইকবাল বলেন, ‘তিনি বলেছেন, আমি বাংলাদেশে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। এখন তরুণ প্রজন্ম এ আন্দোলন এগিয়ে নিয়ে যাবে। তারাই এ অন্যায়ের জবাব দেবে। বাবা আমাদের সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন।’