Search
Close this search box.
Search
Close this search box.

আজ সিউলে বাংলাদেশ উৎসব

bangladesh festivalআজ সকালে শুরু হচ্ছে সিউলে কোরিয়া প্রবাসীদের জন্য সবচেয়ে বড় উৎসব বাংলাদেশ উৎসব ২০১৫। কনসার্ট, প্রতিযোগিতা, বাংলা খাবারের উৎসবসহ বিভিন্ন অনুষ্টানের ভিড়ে মিলনমেলাটাই মূখ্য অনেকের কাছে। সারাবছর ধরে যাদের সাথে দেখা করার সুযোগ থাকেনা এইদিন তাদের সাথে দেখা করার সুযোগ। হাজার হাজার বাংলাদেশীর মিলনমেলা।

দিনব্যাপী এই উৎসব সকাল ১১টায় শুরু হবে। প্রথম পর্বে থাকবে কোরিয়া প্রবাসী শিল্পীদের সংগীত, কবিতা এবং অন্যান্য আয়োজনের মাধ্যমে। দ্বিতীয় পর্বে থাকবে কোরিয়ান শিল্পীদের নিয়ে কোরিয়ান ঐতিহ্যবাহী গানের পর্ব।  তৃতীয় পর্বে বাংলাদেশ থেকে আসা শিল্পী পার্থ এবং কোনালের পর্ব।

chardike-ad

 

যেভাবে যাবেন 

সিউল সাবওয়ে’র ৫ নাম্বার লাইনের জাংহানপিয়ং স্টেশনের  장한평역 স্টেশনের ৩ নাম্বার এক্সিটে নামতে হবে। সেখানে উৎসবের স্বেচ্ছাসেবক বৃন্দ থাকবেন। নিজে নিজে যেতে চাইলে ২১১২ নাম্বার বাসে চড়তে হবে।

উৎসব সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন বাংলাদেশ উৎসব উৎযাপন কমিটির আহবায়ক মিজানুর রহমান মিজান (০১০-২৩৩৮-০৮৩১), পার্ক মিলন (০১০-৪৬০১-১৬৪৩),  মিন সং কিম সুইট (০১০-৩২৫৪-২২৫৪), এম জামান সজল (০১০-৮৯৭১-১০৮৪)।