Search
Close this search box.
Search
Close this search box.

বাংলা টেলিগ্রাফের ১ বছর পুর্তি উপলক্ষে পাঠক সমাবেশ

২৪ মার্চ, ২০১৩:

কোরিয়ার প্রথম এবং একমাত্র অনলাইন পত্রিকা বাংলা টেলিগ্রাফের ১ বছর পুর্তি উপলক্ষে পাঠক সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩১শে মার্চ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। পাঠক সমাবেশ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিন্মে দেওয়া হল।

chardike-ad

সময় ও তারিখঃ ৩১ মার্চ, ২০১৩ (রোববার) বিকাল ৩টা থেকে ৭টা।
স্থানঃ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। (ঠিকানা বিস্তারিত রেজিস্ট্রেশনের পর জানিয়ে দেওয়া হবে)

সময়সুচিঃ
বিকাল ৩টাঃ রেজিস্ট্রেশন ও নিজেদের মধ্যে পরিচিত
৩টা ৩০: আনুষ্টানিক উদ্ভোধন
৩টা ৪০: বাংলা টেলিগ্রাফের ১ বছর
৩টা ৫০: আলোচনাঃ বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক
৪টা ১০: আলোচনাঃ কোরিয়া এবং কোরিয়ার সংস্কৃতি
৪টা ৩০: বিরতি
৪টা ৪০: কেমন কাটছে কোরিয়ার জীবন (কোরিয়াতে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা বিনিময়)
৫টা ১০: ইপিএসের সুযোগ-সুবিধা নিয়ে মুক্ত আলোচনা
৫টা ৩০: বাংলা টেলিগ্রাফের কাছে পাঠকের প্রত্যাশা
৫টা ৪৫: আলোচনাঃ বাংলা টেলিগ্রাফের ভবিষ্যত
৬টা ১০: সমাপ্তি এবং গ্রুপ ছবি
৬টা ২০: সান্ধ্যভোজন
৭টাঃ বিদায়

রেজিস্ট্রেশন সংক্রান্তঃ

এই অনুষ্টান শুধু বাংলা টেলিগ্রাফের পাঠকদের জন্য। অনেক বড় পরিসরে করার চিন্তাভাবনা থাকলেও আপাতত ছোট পরিসরেই এবারের অনুষ্টান করতে হচ্ছে। ৫০ জন পাঠক আমাদের অনুষ্টানে অংশগ্রহণের সুযোগ পাবেন। বাংলা টেলিগ্রাফের পেইজবুক পেইজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আগামী ২৫ তারিখ সোমবার রাত ১২ টার মধ্যে। রেজিস্ট্রেশন করার সময় নাম, মোবাইল নাম্বারের সাথে নিজের কাজের এলাকার নাম জানাতে ভুলবেন না। উল্লেখ্য, ৫০ জন পুরণ হয়ে গেলে যেকোন সময় রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।

অনুষ্টানে অংশগ্রহণ প্রসংগেঃ

নিন্মোক্ত তিনটি বিষয়ে যেকোন পাঠক কথা বলার সুযোগ পাবেন। এসব বিষয়ে আলোচনা করতে চাইলে জানিয়ে দিন এই নাম্বারে ০১০-৫৮০৪-১১০১।
– কেমন কাটছে কোরিয়ার জীবন (কোরিয়াতে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা বিনিময়)
– ইপিএসের সুযোগ-সুবিধা নিয়ে মুক্ত আলোচনা
– বাংলা টেলিগ্রাফের কাছে পাঠকের প্রত্যাশা
সফল হোক বাংলা টেলিগ্রাফের পাঠক সমাবেশ।