Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সুগন্ধি

centঅতি মূল্যবান এই সুগন্ধি তৈরি করেছে লন্ডনের একটি পুরনো নামকরা সুগন্ধি নির্মাতা কোম্পানি হ্যারডস।

লন্ডনের ব্রোম্পটন নামের রাস্তায় অবস্থিত হ্যারডস ডিপার্টমেন্টাল ষ্টোরটি যেখানে রয়েছে স্যালুন দে নামক এই মূল্যবান সুগন্ধি।

chardike-ad

এটি ব্রিটিশ পারফিউমার ক্লিভ ক্রিস্টিয়ানের স্পেশাল এডিশন যার মূল্য ২,২৮,০০০ ইউএস ডলার। সুগন্ধিটি বেশী মূল্যবান হওয়ার কারণ এর ক্রিস্টাল বোতলটিও বটে। কারণ ক্রিস্টাল বোতলটি সাজানো হয়েছে ২৪ ক্যারট সোনা এবং ২,০০০ পিস ক্ষুদ্র হীরা দিয়ে। এর ক্যাপ অর্থাৎ মুখীতে ব্যবহার করা হয়েছে হীরার অতি দুর্লভ দুটি গোলাপি পাথর এবং দুটি হলুদ পাথর।

ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার জন্য এটি একটি ট্রিবিউট। নির্মাতা ক্রিস্টিয়ান বলেন, “আমি অনুপ্রাণিত ছিলাম নিঃক্ষুদ এই সুগন্ধিটি তৈরি করার জন্য যা হবে একটি স্পেশাল রয়াল ক্রাউন এবং স্মরণীয় করে রাখবে যেকোনো অনুষ্ঠান।”

মাত্র ৩০ এমএল এর এই পারফিউমটির স্মেল ফ্রেঞ্চ দ্বীপ তিহাতিয়ান ভ্যানিলা এবং কিছু দুর্লভ ফুলের। বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে মূল্যবান সুগন্ধি তবে “দ্যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড” এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি।