বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩১ মে ২০১৫, ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার

ফেসবুক হোয়াটসঅ্যাপের উপরে কাকাও


kakao mostকোরিয়ায় জনপ্রিয় মেসেঞ্জার কাকাওটক পিছনে ফেলেছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপসকে। ২০১৫ সালের প্রথম তিনমাসে কাকাওটকে প্রতিসেকেন্ডে ৫৫ বার হিট করেছে। অন্যদিকে গ্রাহকরা ফেসবুক পরিচালিত হোয়াটসঅ্যাপে প্রতি সেকেন্ডে ৩৭ বার এবং চীনের উইচ্যাটে প্রতি সেকেন্ডে ২৯ বার হিট করেছে। যুক্তরাষ্ট্রের ক্লেনার পারকিন্স এর সূত্রে কাকাওটক সম্প্রতি এই তথ্য প্রকাশ করে।