Search
Close this search box.
Search
Close this search box.

বিতর্কে গোলাম আযমের ছেলে, থানায় জিডি

 

ajmiমুক্তিযুদ্ধে চার হাজার ভারতীয় সেনা শহীদের তথ্য দিয়ে সুশীল সমাজের সমালোচনা করে মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক অঞ্জন রায় গত ২৮ মে ফেইসবুকে একটি পোস্ট দেন।

chardike-ad

এর সূত্র ধরে পরদিন তাকে ‘দালাল’ আখ্যায়িত করে আরেকটি পোস্ট দেন গোলাম আযমের ছেলে আযমী। এখানেও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তথ্যকে ‘কাল্পনিক’ বলেন সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এই কর্মকর্তা।

 

GD-Status-

 

জিডিতে অঞ্জন রায় বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমী গত ২৯ মে রাত ৮টা ৩৭ মিনিটে তার ফেসবুক স্টাটাসে ‘অদ্ভুদ এক দালাল’ শিরোনামে `দেশ বিরোধী` বলে আমাকে হুমকি প্রদান করেন।

আমার মনে হয় কেবল ফেসবুকে মন্তব্য করেই নয় তিনি বাস্তবেও আমার বড় ক্ষতি করতে পারেন। আমি নিজেও নিরাপত্তাহীনতা বোধ করছি।

anjan-roy