Search
Close this search box.
Search
Close this search box.

মাটি খুঁড়লেই বেরোচ্ছে সোনার স্প্রিং!

gold-1মাটির গভীরে ধাতব কী একটা! আরও খুঁড়তেই চোখ কপালে প্রত্নতাত্ত্বিকদের। উদ্ধার হয়েই চলেছে একের পর এক স্প্রিং। সব সোনার। ডেনমার্কে উদ্ধার হল ২ হাজারটি সোনার স্পাইরাল। পরীক্ষায় জানা গিয়েছে, স্পাইরালগুলি সবই ব্রোঞ্জ যুগের রাজপুরোহিতদের।

goldডেনমার্কের ন্যাশনাল মিউজিয়ামের কিউরেটর ফ্লেমিং কাউল জানাচ্ছেন, খুব পাতলা সোনার স্পাইরালগুলি ব্রোঞ্জ যুগে গয়না হিসেবে ব্যবহার হত। স্পাইরালগুলি তৈরি করা হয়েছিল ৯০০ থেকে ৭০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। সেকালের রাজপুরোহিতদের পোশাকের অন্যতম অংশই ছিল সোনার স্পাইরাল। কাউলের কথায়, ‘সম্ভবত টুপির সঙ্গে ঝোলানো থাকত সোনার স্পাইরালগুলি। অনেকে চুলেও বাঁধত।’

chardike-ad

কয়েক বছর আগে ডেনমার্কের ওই অঞ্চল থেকেই মাটির নীচে উদ্ধার হয়েছিল কয়েকটি সোনার আংটি। কয়েক দশক আগে চাষিরা মাটির নীচে পেয়েছিলেন কয়েকটি ছোট মাপের সোনার নৌকা। নৌকাগুলির এক একটি ওজন ছিল ১ কিলো। এবার উদ্ধার হল রাশি রাশি সোনার স্পাইরাল। প্রত্নতাত্ত্বিকদের দাবি, ওই অঞ্চলে ব্রোঞ্জ যুগের আরও দ্রব্য পাওয়া যেতে পারে। প্রচুর সম্পদ লুকিয়ে আছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে।