রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরের বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর শহর ছেড়ে যাওয়ার সময় এসব অস্ত্র জমা দিয়েছেন। জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম ও ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ ও ২৩ এমএম পিকেসি মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরাইলে তৈরি ভূমি মাইন।
জমা দেয়া এসব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের আস্তানা ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরাইলি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। গত ৪ মে সিরিয়ার সেনারা হোমস শহরের দক্ষিণ অংশে অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ রাসায়নিকসহ ইসরাইলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে।