দক্ষিণ কোরিয়া ও জাপানের দিকে ধেয়ে আসছে নতুন আরও একটি ঘূর্ণিঝড়, হালোলা। এটি হবে চলতি বছর কোরিয়ায় আঘাত হানতে যাওয়া ১২তম ঘূর্ণিঝড়। কোরিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকালে এ তথ্য জানিয়েছে।
আগামীকাল রবিবার সকাল নাগাদ এ ঘূর্ণিঝড়ের প্রভাবে কোরিয়ায় প্রবল বর্ষণ, দমকা থেকে ঝড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোরিয়া মেটেওরলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের (কেএমএ) দেয়া তথ্য মতে, হালোলা নামের ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫ কি.মি. বেগে কোরিয়া ও জাপানের দিকে অগ্রসর হচ্ছে।

কেএমএ’র একজন কর্মকর্তার ভাষ্যমতে, “এটি মাঝারি শক্তির একটি ছোট ঘূর্ণিঝড়। আজ সকাল ৯টার দিকে এটি ওকিনাওয়ার ২২০ কি.মি. পূর্ব থেকে জেজু দ্বীপের পথে অগ্রসর হচ্ছিল।” রবিবার সকাল থেকে কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় সমগ্র জলভাগে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থা আক্কু ওয়েদার জানিয়েছে যে এটি কোরিয়ায় আঘাত হানার আগেই বাতাসের বেগ ও শীতল জলের বাধায় দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।