Search
Close this search box.
Search
Close this search box.

কিহনু দ্বীপ: যেখানে নারীরাই সব

kihnuইউরোপের দেশ এস্তোনিয়ার কিহনু নামের দ্বীপটিতে নরীরাই সব। দ্বীপের নিরাপত্তা-ভালোমন্দ থেকে শুরু করে সব কিছুই দেখাশুনা করছেন নারীরা।

মাতৃতান্ত্রিক এই সমাজে পুরুষ যে নেই তা নয়। তবে মাসের পর মাস সাগরে মৎস্য শিকারে ব্যয় করেন তারা। দ্বীপের ভাগ্য, ঘর কন্যা সামাল দেয়া, শিক্ষা দেয়া থেকে শুরু করে দ্বীপের নিরাপত্তা সব কিছুই দেখভাল করছেন নারীরা।

chardike-ad

নারী শাসিত ১৬.৩৮ বর্গকিলোমিটারের এই দ্বীপে মানুষের সংখ্যা সব মিলিয়ে ৬০৪ জন। লেমসি, লিনাকুলা, রুটসিকুলা ও সারে এই চারটি গ্রাম নিয়ে দ্বীপ কিহনু গঠিত। প্রতিটি গ্রামের বাসিন্দা নিজেদের ফোক ঐতিহ্য ধারণ করেন।

নারীরা সবসময় ঐতিহ্যবাসী কিহনু পোশাক পরিধান করেন। শুধু নিজেরাই তা করেন না। পরবর্তী প্রজন্মকেও তারা একই শিক্ষা দেন। কিহনুর শিশুরা স্কুলে নিজেদের ভাষা, সংস্কৃতি শেখার পাশাপাশি অধ্যয়ন করে ঐতিহ্যবাসী সঙ্গীত। কিহনু দ্বীপের সবখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার নিদর্শন।

নিজেদের প্রাচীন ইতিহাস কিহনুর নারীরা যেভাবে ধরে রেখেছেন তাতে মুগ্ধ হয়ে ২০০৩ সালে এই দ্বীপের সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।