n-koreaউত্তর কোরিয়া কখনোই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতপূর্ণ মনোভাব থেকে সরে আসবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। মাইন বিস্ফোরণ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ ও যুদ্ধাবস্থা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।

কোরিয়া যুদ্ধ করে কোনভাবেই ওয়াশিংটন ও তাদের অংশীদার সিউলকে হারাতে পারবেনা বলেও জানান তিনি। এদিকে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার এখনই দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে কাজ করা উচিত বলে জানিয়েছেন দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র।

chardike-ad

গেলো মাসের শেষভাগে উত্তর কোরিয়ার মাইন বিস্ফোরণ নিয়ে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর যেমন আলোচনার মধ্য দিয়ে সীমান্ত উত্তেজনা নিরসন করা হয়েছিলো সেভাবেই উভয় পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ফেলা উচিত বলেও জানান তিনি।