Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ১০

biman-crashযুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, ওরিগন ও কলোরাডোয় তিনটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। সোমবার সরকারি এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

রোববার সন্ধ্যার দিকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রত্যন্ত অঞ্চল তেলুরাইডের কাছে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় সিসেনা-৩১০ এর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে এ দুর্ঘটনার কোনো কারণ এখনো জানা যায়নি।

chardike-ad

স্থানীয় সময় সোমবার দুপুরে বিচক্রাফট এ-৩৬ এর একটি বিমান নর্থ ক্যারোলিনায় বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে। গ্রিনসবরোর একটি পাথর উত্তোলনের স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনটিএসবির মুখপাত্র পিটার নুদসেন।

এদিকে ওরিগন অঙ্গরাজ্য থেকে দুই হাজার মাইল দূরে ক্রেসওয়েল বিমানবন্দরের কাছে একটি ছোট বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দুই সিটের ওই বিমানটি বিধ্বস্ত হয়।