Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে এবার প্রোফাইল ভিডিও

profile-videoজনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের প্রোফাইল পিকচার (ছবি) নিয়ে কতোই মাতামাতি! প্রতিদিন মোট ফেসবুক ব্যবহারকারীরা অন্তত ৪ বিলিয়নবার প্রোফাইল পিকচার দেখে থাকেন। তবে প্রোফাইল ছবির পরিবর্তে যদি প্রোফাইল ভিডিও থাকে, তাহলে দারুণ মজা হতো তাইনা?

হ্যাঁ, এবার ফেইসবুক ব্যবহারকারীদের প্রোফাইল ভিডিও দেয়ার সুবিধা চালু করেছে সাইটটি। ৭ সেকেন্ডের লুপিং ভিডিও তৈরি করে সেটি প্রোফাইলে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। বৃহস্পতিবার ফেসবুকের নিজস্ব সংবাদ সেবা নিউজরুমে এই তথ্য জানানো হয়।

chardike-ad

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রোফাইল ভিডিও চালুর বিষয়টি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে। সব ব্যবহারকারী এই সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এছাড়া ব্যবহারকারীদের প্রোফাইলকে অপেক্ষাকৃত সুন্দর ও মোবাইলবান্ধব করতে আর ৪টি পরিবর্তন আনা হচ্ছে। এগুলো হলো- প্রোফাইলে ফিচার ফটো পিন করার সুবিধা, সাময়িক প্রোফাইল পিকচার, অ্যাবাউট ইনফো সেকশনে ১০০ শব্দের জীবনবৃত্তান্ত ও স্ক্রিনের মাঝামাঝি প্রোফাইল পিকচারসহ বড় আকারে ছবি ও বন্ধু তালিকা দেখানোর সুবিধা।

ইতিমধ্যেই বেশ কিছু ব্যবহারকারী ফেসবুকের এই নতুন সুবিধা উপভোগ করতে পারছেন। পর্যায়ক্রমে সকলেই এই সুবিধা পাবেন।