Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়াকে শান্তি চুক্তির প্রস্তাব উত্তর কোরিয়ার

অনলাইন প্রতিবেদক, ২৯ মে ২০১৩:

দক্ষিণ কোরিয়ার কাছে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। আজ উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির সরকারি মুখপত্র রুদুং সিনমুনের বরাত দিয়ে ইউনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের পরে গৃহীত যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে পূর্ণমাত্রার শান্তিচুক্তি স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ইউনহাপ আরো জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বিগত যুদ্ধের নিন্দনীয় অবশিষ্টাংশ বলে অভিহিত করে সংবাদপত্রটি তার পরিবর্তে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের তীব্র অপরিহার্যতার কথা বলেছে। পত্রিকাটি বলছে সাময়িক যুদ্ধবিরতির সম্মতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সুবিধাজনক, যারা উত্তর কোরিয়াকে আটকানোর চেষ্টা চালাচ্ছে।

chardike-ad

119375

পত্রিকাটিতে আরো বলা হয় আগে এই শান্তিচুক্তি স্বাক্ষর করা হলে কোরীয় উপদ্বীপকে পরমাণুবিহীন করে তোলার জন্যে এখন যে সমস্যার উদ্ভব হয়েছে তা হতোনা।

উত্তর কোরিয়ার শীর্ষ এক নেতার চীন সফরের পর শান্তির চুক্তির প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।