Search
Close this search box.
Search
Close this search box.

হোয়াটস অ্যাপ, ভাইবার বন্ধ হবে : প্রধানমন্ত্রী

viber-watsappঅনলাইনভিত্তিক বার্তা প্রেরণ ও ফোনসেবার অ্যাপস ‘ভাইবার’ ও ‘হোয়াটস অ্যাপ’ বন্ধ রাখবে সরকার। আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কিছুদিনের জন্য হোয়াটস অ্যাপ ও ভাইবার-সেবা বন্ধ রাখা হবে।

স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের কোনোভাবে সহ্য করা হবে না। কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে সন্ত্রাসীদের যাতে ধরা যায় সে পরিকল্পনা সরকারের রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরা হবে।

chardike-ad

এর আগে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম প্রশ্ন করেন, ‘দেশের মধ্যে একটা সাইবার ক্রাইম হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তো দেশটাকে ডিজিটাল বানিয়ে ফেলেছেন। কিন্তু ভাইবার, হোয়াটআপস এই দুটির মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে। কিন্তু এটাকে ধরা যায় না। এদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন?’

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ঠিক, সব জিনিসের মধ্যেই মাঝে মাঝে কিছু খারাপ জিনিস চলে আসে এটাই স্বাভাবিক। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। তার সুফল মানুষ কিন্তু পাচ্ছে। এটা ঠিকই, অপরদিকে প্রযুক্তি ব্যবহার করে কিছু কিছু মানুষ এখানে ক্রাইম করছে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এটা বন্ধ রেখেই এই সন্ত্রাসী এবং জঙ্গিবাদকে ধরার চেষ্টা করব। এ ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে এবং এটা করা দরকার। আমরা দিয়েছি মানুষের ভালো কাজের জন্য, মন্দ কাজের জন্য না। কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভালো লোকেরাও কষ্ট ভোগ করে।’

জনগণের নিরাপত্তার জন্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সে পদক্ষেপ নেব।’