sentbe-top

এশিয়ার সবচেয়ে বিলাসবহুল ফ্ল্যাট

top-rated-flatকোনো সন্দেহ নেই এশিয়ার সবচেয়ে বিলাসবহুল ফ্ল্যাট এটি। শুধু বিলাসেই নয়, দামেও নিশ্চিতভাবে এশিয়া সেরা। কেন? হংকং-এর এই ফ্ল্যাট কিনতে এক ব্যক্তিকে গুনতে হয়েছে কড়কড়ে ৫৯৪.৭ মিলিয়ন ডলার। ক্রিসমাসের আগের দিনই এশিয়ার সবচেয়ে দামি এই ফ্ল্যাটটি বিক্রি হয়েছে।

জানা গেছে, মোট ৫ হাজার ৭৩২ বর্গফুটের এই লাক্সারি ফ্ল্যাটটির মালিককে প্রতি বর্গফুটের জন্য দিতে হয়েছে ১০৩,৭০০ ডলারেরও বেশি।

এর আগে, ২০১২-য় এই হংকংয়েই ৪৭০ মিলিয়ন ডলারে একটি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। একটি ১২তলা আবাসনের আটতলা বিক্রি হয়েছিল এই দামে। এতদিন সেটিই ছিল সবচেয়ে দামি ফ্ল্যাট। এ বার সেই রেকর্ড ভেঙে নয়া নজির তৈরি হয়েছে।

হংকং শহরের আবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, অন্য ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে এই রেকর্ড ব্রেকিং দামের কোনো প্রভাব পড়বে না। এটি ব্যতিক্রমী হিসেবেই তারা দেখতে চান।

sentbe-top