Search
Close this search box.
Search
Close this search box.

১৫ বাংলাদেশিকে ‘কুড়িয়ে পেল’ নিকারাগুয়ার পুলিশ

police
প্রতীকী ছবি

নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশিকে ‘কুড়িয়ে পেয়েছে’ পুলিশ। পাচারকারীরা তাঁদের ফেলে যাওয়ায় মহাসড়কে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। এ সময় পুলিশ তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে।

নিকারাগুয়ার পুলিশ কমিশনার লিওনিডাস রক বলেন, এই বাংলাদেশিদের কোস্টারিকা থেকে হন্ডুরাস নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথ হিসেবে নিকারাগুয়েতে প্রবেশ করে।

chardike-ad

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবি এ খবর জানিয়েছে। তবে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিবাসীদের মধ্যে একজন জানিয়েছেন, রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশত্যাগ করেছেন।

পুলিশ কমিশনার স্থানীয় সময় বৃহস্পতিবার নিকারাগুয়ার সংবাদমাধ্যমকে জানান, দক্ষিণ মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এই অভিবাসীদের পাওয়া যায়। নিকারাগুয়া পার করে দেওয়ার জন্য তাঁরা প্রত্যেকে পাচারকারীদের ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত দিয়েছেন। কিন্তু পাচারকারীরা তাঁদের সর্বস্ব লুটে নিয়েছে বলে অভিবাসীরা জানিয়েছেন।(এনটিভিবিডি)