Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার সংসদ নির্বাচন, এগিয়ে সেনুরি পার্টি

senuri
কোরিয়ার জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে শুরু হয়েছে ফলাফল ঘোষণা। রাত সাড়ে আটটা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে সরকারী দল সেনুরি পার্টি। তারা পেয়েছে ১০৫টি আসন। প্রধান বিরোধী দল ৭৬ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং নতুন গঠিত পিপলস পার্টি ২১ টি আসন পেয়েছে।

উল্লেখ্য, কোরিয়ার জাতীয় সংসদের ৩০০ আসনের ২৫৩ আসনে সরাসরি নির্বাচন হচ্ছে। অন্য ৪৭টি সংরক্ষিত আসনে ভোটের অনুপাত অনুযায়ী রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দেওয়া হবে।

chardike-ad

এবারের নির্বাচনে মোট ৯৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। যার মধ্যে ৮৪৪জন পুরুষ প্রার্থী এবং ১০০জন নারী প্রার্থী।