Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়ার সীমান্তে গুলাগুলির বদলে গান নাচ

South Korean soldiers take part in a ballet class at a military base near the demilitarized zone separating the two Koreas in Paju, South Korea, July 13, 2016.  REUTERS/Kim Hong-Ji SEARCH "BALLET SOLDIERS" FOR THIS STORY. SEARCH "THE WIDER IMAGE" FOR ALL STORIES.

সীমান্ত মানেই গোলাগুলি। সবসময়েই সেনাদের প্রস্তুত থাকতে হয় বেড়ার ওপারের নড়নচড়নের দিকে। তবে এই পথে থেকে নিজেদের সরিয়ে নিয়ে একটু উল্টো পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া। তারা যুদ্ধংদেহি ভাব ছেড়ে একটু রিল্যাক্স করার চিন্তা-ভাবনা করেছেন। শান্তি বজায় রাখতে তারা এক অভিনব প্রচেষ্টা চালাচ্ছেন। গুলির বদলে এখন শোনা যাচ্ছে গানের সুর। কুচকাওয়াজ ছেড়ে নাচের তালে মেতেছেন তারা।

chardike-ad

অবাক করার মতো ঘটনা শুনতে লাগলেও এটাই সত্য। দক্ষিণ কোরিয়া সীমান্তের একদল সেনাকে ব্যালে শেখানো হচ্ছে। সরকারি নির্দেশে সীমান্তের বেসামরিক অঞ্চলে প্রতিদিন ব্যালে নাচ শিখতে জড়ো হচ্ছেন সেনারা। সেনার মতে সীমান্তে সব সময়ই উত্তেজনা পারদ তুঙ্গে থাকে। কপালের ভাঁজ সবসময় এক্সট্রা দাগ নিয়ে হাজিরা দেয়, সেখানে ব্যালে ডান্স করার ফলে দুঃশ্চিন্তার ভাঁজ নাকি কমে গিয়েছে তাদের। সেনাদের মনে এসেছে মানসিক প্রশান্তি। চাঙ্গা থাকছে শরীর। এই নেত্য কাণ্ডে কেউ কেউ এতোটাই খুশি যে তারা ভাবছেন অবসরের পর এই নাচ নিয়েই কাটবেন সময়।