Search
Close this search box.
Search
Close this search box.

নোবেল পুরস্কারের অর্থ যুদ্ধবিধ্বস্তদের দিতে চান সান্তোস

nobl

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস নোবেল শান্তি পুরস্কারের প্রায় সাড়ে নয় লাখ ডলারের পুরোটাই দান করতে চান। ৫২ বছর ধরে চলা সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অর্থ তাদের জন্য ব্যয় করতে চান তিনি।

chardike-ad

কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী দল ফার্কের সঙ্গে শান্তি চুক্তি করার সুবাদে সান্তোস চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

হুয়ান মানুয়েল সান্তোস বলেন, ‘গত রাতে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এবং সিদ্ধান্ত নিয়েছি যে, নোবেল পুরস্কারের আট মিলিয়ন সুইডিশ ক্রোনা (৯ লাখ ২৫ হাজার ডলার) আমি সবটুকু দিতে চাই তাদের যারা ওই দীর্ঘ বিদ্রোহে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গত মাসে কলম্বিয়ার সরকার এবং ফার্কের মধ্যে একটি শান্তি চুক্তি হয়।

অবশ্য পরে এক গণভোটে কলম্বিয়ার জনগণ এই চুক্তিকে প্রত্যাখ্যান করে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কলম্বিয়ায় ফার্কের বিদ্রোহের পরিণতিতে এ পর্যন্ত প্রায় দুই লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে।

গৃহহীন হয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ।