বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২ নভেম্বর ২০১৬, ১২:১২ অপরাহ্ন
শেয়ার

সংকট উত্তরণে দক্ষিণ কোরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ


pyh2016110213540001300_p2

সংকট উত্তরণে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে। আজ বুধবার সকালে কুকমিন ইউনিভার্সিটির প্রফেসর কিম বিয়ং জুনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রেসিডেন্ট পার্ক প্রধানমন্ত্রী ছাড়াও ইম জং ইয়ংকে অর্থমন্ত্রী এবং পার্ক সং জোকে জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছেন।