বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৯ নভেম্বর ২০১৬, ৩:১৯ অপরাহ্ন
শেয়ার

পদত্যাগের সিদ্ধান্ত পার্লামেন্টের উপর ছেড়ে দিলেন প্রেসিডেন্ট পার্ক


aen20161129006852315_02_i

পদত্যাগের সিদ্ধান্ত পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে। আজ বিকেলে জনগণের উদ্দ্যেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন দক্ষিণ কোরিয়া  খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। প্রেসিডেন্ট হাউজ ছং ওয়া দে’তে ছোয়ে সুন সিল স্ক্যান্ডালের পর তিনি আজকে তৃতীয়বারের মত ক্ষমা প্রার্থনা করেন।

প্রেসিডেন্ট পার্ক তার বক্তব্যে বলেন পার্লামেন্ট চাইলে প্রেসিডেন্টের সময়সীমা কমিয়ে দিতে পারেন। রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নিবে তাই তিনি মেনে নিবেন বলে জানান।  উল্লেখ্য, প্রেসিডেন্টের মেয়াদ ২০১৮সালের ফেব্রুয়ারী পর্যন্ত।