Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্কের অভিশংসন ভোট আগামীকাল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হের অভিশংসন প্রক্রিয়া নিয়ে আগামীকাল দেশটির পার্লামেন্টে ভোটগ্রহণ হবে। বান্ধবী ছোয়ে সুন সিলের চাঁদাবাজিতে সহায়তার অভিযোগে অভিযুক্ত প্রেসিডেন্টের ভাগ্যে কী আছে, তা অনেকটাই নির্ভর করছে এর ফলাফলের ওপর। দক্ষিণ কোরিয়ার জনগণের নজরও এখন সেদিকেই।  প্রস্তাব অনুমোদন পেলে বর্তমান পরিস্থিতি শান্ত হবে বলে বলেই ধারণা করছেন কোরিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আগামীকাল ন্যাশনাল অ্যাসেম্বলির প্লেনারি সেশনে ক্ষমতাসীন সেনুরি পার্টি ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা পার্কের অভিশংসনের প্রশ্নে ভোট দেবেন। প্রক্রিয়াটি অনুমোদনের জন্য ৩০০ আসনবিশিষ্ট পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। পার্লামেন্টে পাস হয়ে গেলে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত প্রস্তাবটি পর্যালোচনা করবেন। এ সময়ে প্রেসিডেনসিয়াল কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না প্রেসিডেন্ট পার্ক। মধ্যবর্তী সময়টিতে দেশটির প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

chardike-ad