Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে মুসলিম তরুণীর মুখে ছোড়া হলো গরম কফি

 

hate19n-1-webযুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ডানকিন ডোনাটস কোম্পানির একটি কফিশপে কয়েকজন মুসলিম নারীর সঙ্গে বসেছিলেন ২১ বছর বয়সী এক তরুণী। তাঁদের পাশে গিয়ে বসেন নাথান গ্রে (৩৪) নামের গৃহহীন এক যুবক। কোনো ভূমিকা না করেই গ্রে মুসলিম ওই নারীদের ‘সন্ত্রাসী’ বলতে থাকেন। রেগে গিয়ে সেই মুসলিম তরুণী তাঁকে ‘স্টুপিড’ বলেন। এর পরই তরুণীর মুখে গরম কফি ছুড়ে মারেন গ্রে।ঘটনাটি গত রোববারের।

chardike-ad

পুলিশের ভাষ্য, গ্রে তরুণীকে সন্ত্রাসী বলেছেন। লাঞ্ছিত করেছেন। তাঁর (গ্রে) বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত অপরাধের (হেট ক্রাইম) অভিযোগ আনা হয়েছে।ওই কফিশপের এক কর্মচারী বলেন, ‘আমি তাঁকে (গ্রে) কফি দিলাম এবং তিনি আমাকে সন্ত্রাসীদের সম্বন্ধে কিছু বললেন। কিন্তু কী বললেন, তা আমি আমি শুনতে পাইনি। এর পর আমার কাছ থেকে সরে গিয়ে তিনি একদল মুসলিম নারীর পাশে বসলেন।’ওই কর্মচারী আরো বলেন, গ্রে ওই নারীদের সন্ত্রাসী আখ্যা দেন। একই সঙ্গে তিনি মুসলিমদের ঘৃণা করেন বলেও জানান।‘‘এক নারী তাঁকে (গ্রে) ‘স্টুপিড’ বলেন। এর পর তিনি গরম কফি ছুড়ে মারেন তাঁর (তরুণী) মুখে।…তিনি পুড়েও যেতে পারতেন’’, বলেন ওই কর্মচারী।