সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী গমন বন্ধ এবং দেশটিতে মুসলিম অভিবাসীদের প্রবেশ ঠেকাতে চলতি সপ্তাহেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বুধবার থেকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরুরও আদেশ দেবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে- যুক্তরাষ্ট্রে অভিবাসী, শরণার্থীসহ ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন থেকে ভিসাপ্রাপ্তদের প্রবেশ বন্ধের প্রস্তুতি নিচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে মার্কিন কংগ্রেসনাল এইড সংবাদ সম্মেলন করেছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

chardike-ad

ধারণা করা হচ্ছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ‘কঠোর পরীক্ষা-নিরীক্ষা’র আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরাও ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

অভিবাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই আদেশের ফলে ১২০ দিনের জন্য সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ হয়ে যাবে। এছাড়া মুসলিমপ্রধান দেশগুলো থেকে সেখানে গমনেচ্ছুদের ইমিগ্রেন্ট এবং নন-ইমিগ্রেন্ট ভিসা ইস্যু ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।

তবে যেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু এবং ধর্মীয় কারণে নির্যাতনের শিকার তাদের আদেশের বাইরে রাখা হতে পারে। মুসলিমপ্রধান দেশগুলোতে খ্রিস্টানরা ধর্মীয় কারণে নিপীড়িত হলে তাদের ওপরও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

এদিকে এই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ট্রাম্প প্রশাসনের এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে মুসলিমদের সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’র জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ।

টুইটারে মঙ্গলবার (২৪ জানুয়ারি) তিনি বলেন, ‘এসব নির্বাহী আদেশ আমাদের জাতিকে নিরাপদ করবে না। বরং এগুলো দেশটিকে আরো ভয়াবহ করে তুলবে এবং তা ইতিবাচক হবে না।’

২০১৬ অর্থবছরে ১০ হাজার সিরীয় শরণার্থী নিয়েছিল যুক্তরাষ্ট্র, যাদের বেশিরভাগই সপরিবারে এবং সন্তানসহ।

এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে শরণার্থী নেয়া বন্ধ করে দেবেন এবং দেশটির দক্ষিণ সীমান্তে মেক্সিকোর সঙ্গে দেয়াল নির্মাণ করবেন। এছাড়া কর্তৃপক্ষের কঠোর পরীক্ষা-নিরীক্ষার আগে সেখানে মুসলিমদের প্রবেশও সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে। তার ওই বক্তব্য তখন ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা।