base_1485334652-1479309800-jared-kushner-ivanka-trump

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েল নতুন করে যে আড়াই হাজার বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তার অর্থায়ন করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি পারিবারিক ফাউন্ডেশন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

chardike-ad

বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, রামাল্লাহর কাছে বেইত এলে যে ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে তার সঙ্গে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া ডেভিড ফ্রিডম্যানও জড়িত রয়েছেন।

গণমাধ্যমটির এক প্রতিবেদনে আরো বলা হয়, ওই বসতি নির্মাণে অর্থায়ন করবে ট্রাম্পের জামাতা এবং তার উপদেষ্টা জ্যারেড কুশনারের পরিবার।

এদিকে ভবিষ্যতেও এ ধরনের বসতি নির্মাণ অব্যাহত রাখার ইঙ্গিতও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা নির্মাণ করছি এবং নির্মাণ করে যাব।’ তবে এ ব্যাপারে এখনো যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পাঁচদিনের মাথায় দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের বড় ধরনের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েল। পশ্চিমতীরে নতুন করে অতিরিক্ত আড়াই হাজার বসতি স্থাপন করবে তারা।

বিশ্লেষকদের ধারণা, নতুন মার্কিন প্রশাসনকে ইসরায়েল সমর্থক বলে মনে করছে ইসরায়েলি রাজনীতিবিদরা। এ কারণে বিশ্বমতের বিপক্ষে গিয়েও তারা নতুন বসতি স্থাপন শুরু করেছে।

তবে ইসরায়েলের ওই পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলেও মনে করছেন তারা। ইতিমধ্যে ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম সরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে উত্তেজনা একধাপ বাড়িয়ে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।

৩৫ বছর বয়সী জ্যারেড কুশনার ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী। শ্বশুরের মত তিনিও একজন আবাসন ব‌্যবসায়ী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিভিংস্টোনে এক গোঁড়া ইহুদি পরিবারে জ‌্যারেডের জন্ম। দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে সেখানেই তিনি বেড়ে ওঠেন।

নির্বাচনী প্রচারণার সময়ে তিনি ট্রাম্প শিবিরের নানা দায়িত্ব পালন করেছেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়া থেকে শুরু করে ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার করা পর্যন্ত বহুমুখী দায়িত্ব নিতে হয়েছে তাকে।

২০০৯ সালের ২৫ অক্টোবর ইভাঙ্কা ট্রাম্পকে বিয়ে করেন জ্যারেড। তার সঙ্গে প্রেম চলার সময়ে ওই বছরের জুলাইতে ইহুদি ধর্ম গ্রহণ করেন ইভাঙ্কা। এই দম্পতির বর্তমানে তিন সন্তান রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান