
জয়ের পর সমর্থকদের সাথে মুন জে ইন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন মুন জে ইন। এই জয়ের মাধ্যমে দুই মেয়াদ পর ক্ষমতায় আসলো ডেমোক্রেটিক দল। প্রায় ৫৫লাখ ৭০হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে সর্বোচ্চ ব্যবধানে হারানোর রেকর্ড করেছেন তিনি।

দলের নেতাদের সাথে বিজয় উতযাপন করছেন দক্ষিণ কোরয়ার নতুন প্রেসিডেন্ট
গতকালকের নির্বাচনে ৪১.০৮ শতাংশ ভোট নিয়ে মুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ১ কোটি ৩৪লাখ ২৩হাজার ৭৮৪ভোট। প্রতিদ্বন্দ্বী লিবার্টি দলের প্রার্থী হোং জুন পিয়ো পেয়েছেন ২৪.০৩শতাংশ ভোট। প্রাপ্ত ভোটের পরিমাণ ৭৮লাখ ৫২ হাজার ৮৪৬ভোট।