Galaxy-Note7ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে বাজার থেকে গ্যালাক্সি নোট ৭ সিরিজের সমস্ত ফোন তুলে নিয়েছিল স্যামসাং কর্তৃপক্ষ। এ সেট নিয়ে টেক দুনিয়ায় বেশ আলোচনাও চলেছে। আর বাজারে নিজেদের অবস্থান অনেকখানিই হারিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তুলে নেওয়া সেই গ্যালাক্সি নোট ৭ মোবাইলগুলোকে আবার বাজারে ছাড়তে যাছে বলে জানা গেছে।

ত্রুটি মেরামত করে (রিফারবিশড) এই সেটগুলো অর্ধেক দামে পাওয়া যাবে বলে গ্যাজেট এনডিটিভি সূত্রে জানা গেছে। তবে প্রতিষ্ঠান অনুমোদিত কিছু বিক্রয়কেন্দ্রেই তা পাওয়া যাবে। এখন প্রায় ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আগে সেখানে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছিল।

chardike-ad

হ্যান্ডসেট বিস্ফোরিত হয়ে আগুন লেগে যাওয়ার অভিযোগ পেয়ে গতবছর প্রায় ৪০ লাখ মোবাইল সেট বাজার থেকে তুলে নিয়েছিল স্যামসাং।