Search
Close this search box.
Search
Close this search box.

মুশফিকের বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ

mushfiq-with-fatherবগুড়ায় এক কিশোর খুনের ঘটনায় অভিযোগ তোলা হয়েছে জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার বিরুদ্ধে। গত শনিবার রাতে বগুড়া শহরের মাটিডালী হাজীপাড়া অঞ্চলে পিটিয়ে হত্যা করা হয় এসওএস হারমান মেইনার স্কুলের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌসকে। নিহত মাসুকের বাবা এমদাদুল হক ইমদাদ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য।

সোমবার এক সমাবেশের আয়োজন করে ছেলের মৃত্যুর জন্য মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এমদাদুল হক ইমদাদের দাবি, দুটি স্কুলের মধ্যে বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে তার ছেলেকে। আর এর পেছনে জড়িত আছেন মুশফিকের বাবা।

chardike-ad

ইমদাদ বলেন, ‘মাটিডালি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অবৈধভাবে করা এবং ওই স্কুলের মধ্যে মুশফিকুর রহিমের পৃষ্ঠপোষকতায় আরেকটি স্কুল স্থাপন করে মাহবুব হামিদ ব্যক্তিগতভাবে অর্থ উপার্জন করছিলেন। এলাকাবাসীর পক্ষে আমি প্রতিবাদ করি বিষয়টি নিয়ে। ওই ঘটনার কয়েকদিন পরই আমার ছেলেকে খুন করা হল। এই খুনের পেছনে মুশফিকুর রহিমের বাবা দায়ী।’

এদিকে, মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘যে কোন হত্যাকাণ্ডে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। এ হত্যাকাণ্ডের বিষয়েও আমাকে নিয়ে মন্তব্য করা হচ্ছে। একজন শিশুকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। যদি আমি অপরাধী হই তাহলে আমারও বিচার হবে; মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না।’

ওই কিশোর হত্যায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি এমদাদুল হক।