Search
Close this search box.
Search
Close this search box.

‘উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে সমর্থন করবে জাপান’

north-koreaউত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা সামরিক হামলা চালালে জাপান তা সমর্থন করবে। এ ছাড়া, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা বাড়ানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে বিরাজমান মিত্রতাকে আরো জোরদার করতে চাইছে টোকিও।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা আজ(শনিবার) বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোসহ যে কোনো পদক্ষেপ আমেরিকা নিলে তাকে সমর্থন করবে টোকিও। এ ছাড়া, আমেরিকার সঙ্গে মিত্রতাকে আরো গভীর করে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখতে তার দেশ চাইছে বলেও জানান তিনি। সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি।

chardike-ad

পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জাপানে আতংকের সৃষ্টি হয়েছে। একে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

এদিকে, জাপান সাগরে মার্কিন বিমানবাহী দুই রণতরীর সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নেমেছে জাপানের নৌবাহিনী। তিন দিনের মহড়ায় মার্কিন নৌবাহিনীর এফ-১৮ এবং জাপানি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানগুলো অংশ গ্রহণ করছে।