Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করল উত্তর কোরিয়া

donald-trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেছে উত্তর কোরিয়া। ট্রাম্পের আধিপত্যবাদী নীতিকে ২১ শতকের নাৎসিবাদ হিসেবে তুলনা করেছে পিয়ংইয়ং।

গত জানুয়ারি মাসে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, এ মুহূর্ত থেকে ‘আমেরিকাই প্রথম’ এই নীতি অনুসরণ করা হবে।

chardike-ad

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এক সম্পাদকীয়তে হিটলারের সঙ্গে ট্রাম্পের তুলনা করেছে। এতেে আরও বলা হয়েছে, মার্কিন আধিপত্যকামী নীতির প্রচারকরা সামরিক শক্তির মাধ্যমে বিশ্বে আধিপত্য বিস্তার করতে চাইছেন। হিটলারও চেয়েছিলেন একই ভাবে বিশ্বকে দখল করতে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র রোডং সিনমুন ট্রাম্পকে ‘উম্মাদ’ হিসেবে মন্তব্য করার মাত্র এক সপ্তাহ পর এ সম্পাদকীয় প্রকাশিত হলো।