আগামীকাল রবিবার প্রায় সাড়ে চারশ বাংলাদেশী প্রবাসীকে নিয়ে ঈদ ও গ্রীষ্মকালীন মিলনমেলার আয়োজন করেছে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। ব্যতিক্রমী এই আয়োজন হচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত মালিপ্পো বিচে।
দক্ষিণ কোরিয়ার নয়টি স্থান থেকে সকালে নয়টি বাস ছেড়ে যাবে। সিউল, ইনছন, আনসান, কিম্পু, পুচ্ছন, ইয়াংজু, নামিয়াংজু, পাজু, খোয়াংজু, ফারান, সিন্দোরিম এবং সুউন থেকে প্রবাসীরা বাসে চড়বেন।
পশ্চিম উপকূলীয় এই সমূদ্র সৈকত আগামীকাল মূলত বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হবে। ইপিএস বাংলা কমিউনিটির আয়োজক কমিটির পক্ষ থেকে দিনব্যাপী খেলাধুলা এবং সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। বিশাল এই মিলনমেলার প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছে আয়োজক কমিটি। মিলনমেলা নিয়ে কোরিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। মিলনমেলায় সার্বিক সহযোগিতায় আছে কোরিয়া একচেঞ্জ ব্যাংক।
কোরিয়ার অন্য জায়গা থেকে যারা এই মিলন মেলায় যেতে ইচ্ছুক তারা থেয়ান টার্মিনাল (태안터미널) থেকে ১০০৫ নাম্বার বাসে ১২ স্টপেজ পরে মালিপ্পো বিচে (만리포해수욕장) যেতে পারবেন।